অনেক দিন মেঘে মেঘে হারিয়ে গেছে কেউ কোন খোঁজ নেয়নি
না কোন রঙিন খামে কেউ আমাকে আর পত্র লেখে না
তোমার মত করে পৃষ্ঠার পর পৃষ্ঠা রঙিন প্যাডে লেখা প্রেমপত্র
রঙিন খামে মোড়ানো প্রেমপত্র কতকাল যে পাইনি তার হিসেব নেই
এমন কি কোন প্রিয়মুখ বা বন্ধুদের কোন পত্র আর আসে না
আমি অপেক্ষায় থাকি, শুধুই অপেক্ষায়। এই অপেক্ষাই আমাকে
কুরে কুরে নৈঃশব্দ্যের আতুর ঘরে নিয়ে যায়।


আমার অপেক্ষার প্রহরে শীতের কুয়াশার কান্না বেড়ে গেলেও
বসন্তের বৃক্ষগুলো তার বাকল থেকে কালের অলস দুঃখ ঝেড়ে
ফেলেনি। পরিযায়ী পাখির মতো প্রেমময় প্রহরগুলো অব্যক্ত অশ্রুর
বেদনা হয়ে ইথারে ভেসে বেড়ায় পরবাসী হয়ে অজানা ঠিকানায়।


এখন কেবলই কালেভদ্রে এক চিলতে ম্যাসেজ ভেসে আসে সেল ফোনে
এখন সেলফি নিয়ে মেতে ওঠে সবাই। তাতে কোন আবেগ থাকেনা
ভাষা থাকে না; কেবলই ভুল বয়ান ভুল দিকচিহ্ন।


আমিও অনিচ্ছায় স্বাদ নেই; বয়ে বেড়াই সেলফি প্রেম! আহা সেলফি প্রেম!