আগুনে জ্বলছে স্বদেশ
জ্বলছে মা-ছেলে
আমি নিরুপায় চেয়ে থাকি নির্বিকার।
২.
সবই ফাঁকা চারদিক
কুয়াশা ঢাকা সকাল
তুমি নেই তাই উষ্ণতাও নেই।
৩.
সমস্ত ভাবনা একীভূত হয়
সমস্ত চেতনা শেকড় গাড়ে
শেকড়ের সন্ধানে আমি এক পথিক।

৪.
গায়ে গা লেপ্টে থাকে
হাতে হাত জোড়া লাগে
ভালোবাসার এখনই সময়।
৫.
চাপাতির কোপে খন্ডিত দেহ
পিঠের ঝোলায় স্বাপদের ছোবল
আমি খালি হাতে দাঁড়িয়ে আছি।
৬.
কথা বলতে মানা
এখন সবাই কানা
আমি চোখ-কান খোলা রাখি।
৭.
বুঝলে না ওকে বাঁচালাম
জনরোষ থেকে
আমি বাঁচলাম দেখিনি বলে।
৮.
আমি চোখের পলক ফেলিনা
আমি ডানে বায়ে তাকাই না
আমি মাথা তুলে শুধু আকাশের মেঘ দেখি।