শূন্যতা ব্যেপে কেটেছে আমার কৈশোর ও যৌবন
সে সব নিষ্প্রভ চুলচেরা নিরুত্তর দিনগুলো
জীবনের অস্বস্তি শূন্যতায় ব্যস্তবাগীশ মন
সব বড়ো বেমানান হায়! নিদারুণ অগোছালো


ঝরে যেয়ে পলেস্তারা যেমন ঈষৎ অবলুপ্ত
তারবিহীন সেতার তেমনি বড় বেসুরো আশা
যখন পেয়েছি যাকে সেই ছিল পরাজিত সুপ্ত
আমার গোপন মনে দিক-চক্রবাল ভালোবাসা


তুমি ছিলে কবিতায় অগণিত জিজ্ঞাসার আলো
একটি প্রতীকী নাটকের দৃশ্যে তুমি চলে গেলে
আলোর রংধনু তাই দৃষ্টিকে আচ্ছন্ন করলো
আমি ধূসর গোধূলির মায়াময় রুগ্ন বলে


সহস্র কথকতা তোমার জিজ্ঞাসার অঙ্গীকার
কবিতার মূর্ত অক্ষর আমার উত্তরাধিকার।