কেন আজ আবার এসেছিলে রুদ্ধশ্বাস করা পৃথিবীর আবহ নিয়ে
আমি তো অনেক আগে-ই তোমার প্রত্যাখানে অগ্নিদগ্ধ হয়ে নতুন করে বাঁচতে শিখেছিলাম, নতুন কারো প্রত্যাশায়!
তুমি কি কভু তোমার হৃদয় গহীনে আমারে দিতে পারো ঠাঁই?
যদি নাহি পারো তবে কেন,
তবে কেন আজি এলে আমাকে আরো অন্ধকারে ঠেলে দিতে
কেন উপন্যাস থেকে কবিতার  হাতে আমায় ছেড়ে দিয়ে  বিরহ যাতনায় আমাকে ডুবালে
আমি জানি না
সত্যি আমি জানি
তবে কি এই বিরহ-ই প্রেম
নাকি অদ্ভুত অন্যরকম বেঁচে থাকার অক্সিজেন।
তবে তাই হোক
দূর থেকে ভালোবেসে অন্তরদহনে নিজেকে ভস্মীভূত করে
আকাশের পানে চোখভরা জলে তোমার বিরহ রচনা করে যাবো।
শুধু তুমি ভালো থেকো
শুধু তুমি ভালো থেকো।।