আমি বহুবার বহুজনের বহু মনের প্রেমে পড়েছিলাম
জোছনা জাগা রাতে জেগে থাকা পূর্ণিমার চাঁদ দেখে আমি তাদের প্রত্যকের কি লাবণ্যময় ছবি এঁকেছিলাম
কবিতায় ভালোবাসা দিয়ে জাগিয়ে তুলতে চেয়েছিলাম  কেউ একজনের জন্য পুষে রাখা আমার পুত পবিত্র ভালোবাসা
তবে কেন যেন  প্রত্যেকবার-ই আমি ভালোবাসার পরশ পাইনি লিখতে পারিনি উপন্যাস, পরিসমাপ্তির রেখে টেনে দিতে পারিনি আমার আঙিনায়
তবে আজ এই অসময়ে তুমি কে নতুন করে এলে আমার ঊষর মরুভূমির মতো খাঁ খাঁ প্রান্তরে একটু জলের স্পর্শ দিতে?
এটা কি প্রেম নাকি ভালোবাসা?
হঠাৎ তখন যেন ছাতিম গাছে বসে থাকা দুটো হলুদ পাখি আমায় ডেকে বললো - এটা প্রেম নয়, ভালোবাসা!
তারা আরও জানালো -
ভালোবাসায় অন্ধত্ব নেই বরং আছে অনুরাগ, শ্রদ্ধা আর মহামিলনের অনিবার্য আর্কষণ সেটি একালের নয় মহাকালের।।