তারপরেরবার যখন তুমি আবার আসবে
তখন আমার জন্যে তোমার বাড়ির আঙিনার গোলাপ গাছ থেকে একটি লাল টকটকে গোলাপ নিয়ে এসো
অবশ্য আমি তোমার জন্যে ঠিক-ই তোমার প্রিয় লেখকের সদ্য প্রকাশিত একখানা বই নিয়ে আসবো, আমি জানি তুমি বই পড়তে ভীষণ ভালোবাসো
তবে প্রিতম সেদিন আমাকে বলেছিলো তুমি নাকি এখন কবিতার প্রেমের পড়ছো
রোজ নিয়ম করে আমার লেখা কবিতা কণ্ঠে তোলো
আমি জানি তুমি পড়তে ভীষণ ভালোবাসো তবে আমাকে ভালোবাসলেই আমার কবিতা ভালোবাসতে  হবে এমন কোন কথা নেই
তোমার যা ইচ্ছে তুমি তাই পড়বে
তোমার যা  ইচ্ছে তুমি তাই করবে
সেখানে আমার হস্তক্ষেপ করার কোন অধিকার নেই..!
জানো সেদিন দিগম্বরী তার প্রেমিকের জন্য একটি খেলা চিঠি লিখেছে
সেখানে সে বারংবার বলেছে তার প্রেমিক নাকি তাকে ভীষণ ভালোবাসে তাই সবকিছু তার ইচ্ছে মতো করতে হয়, সে নাকি তার ইচ্ছের ভেতরে নিজের ইচ্ছে খুঁজে পায়...
কি করুণ প্রেম!
তবে আজ যে তোমার কাছে একটি গোলাপ চাইলাম তুমি ভেবো না আমি তোমার কাছে কিছু আবদার করেছি, আবদার করিনি ভালোবাসা চেয়েছি তোমার ইচ্ছে হলে দিও