আজ গোধূলির আকাশ-কে প্রশ্ন করলাম
তুমি এতো রক্তাক্ত বর্ণে সেজেছো কেন?
পাখিকে প্রশ্ন করলাম তোমার কণ্ঠে আজ কেন এতো করুণ সুর?
প্রশ্ন করলাম সাগরকে তুমি এতো জল কোথায় পেলে?
নদীকে শুধালাম
তোমার স্রোত আজ এতো ধীর কেন?
প্রশ্ন করলাম কবিকে
তোমার হৃদয়ে আজ কেন এতো উত্থান পতনের শব্দ,কী হয়েছে তোমার?
ওরা প্রত্যেকেই আমাকে জানালো
তারা তাদের প্রিয় মানুষটিকে হারিয়ে বড্ড ভীষণ  অসহায় হয়ে গেছে
কান্নার নোনাজল শুকিয়ে গেছে অ্যাকুয়াস হিউমার, স্বরযন্ত্রের কাঁপুনিতে ভেঙে গেছে কণ্ঠস্বর, শূণ্য হয়ে গেছে তাদের প্রত্যেকের হৃদয়।
সত্যিই তো প্রিয় মানুষকে হারিয়ে আমরা ফতুর হয়ে যায় একেবার ফতুর, নিঃস্ব!
তবে আকাশ তোমাকে বলছি
নদী, পাহাড়, কবি তোমাদেরও বলছি
আমাদের পিতা বেঁচে  আছেন
আমাদের পিতা বেঁচে আছেন আমাদের হৃদয়ে,বাংলা অস্তিত্বের, বাঙালির স্বাধীনতায়
একটু কান পেতে শুনো
চারিদিকে এখনো তো শোনা যায় পিতার কণ্ঠস্বর থেকে উচ্চারিত কবিতা -
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম!