সুহাসিনী, তোমার মনে আছে তুমি একদিন আমাকে জিজ্ঞেস করেছিলে -আমার প্রিয় ফুল কী?
আমি উত্তর দিয়েছিলাম গোলাপ!
তুমি জিজ্ঞেস করেছিলে আমার প্রিয় রং কী
আমি বলেছিলাম সাদা!
তুমি তারপর জিজ্ঞেস করেছিল প্রিয় প্রাণী
আমি বলেছিলাম ধবধবে সাদা বক
কিন্তু সেদিন তুমি হয়তো বুঝতে পারোনি
ওসব কিছুর অর্থ কী!
হয়তো বুঝতে চাওনি কেমন শুভ্র আমার হৃদয়, আমার প্রেম, আমার ভালোবাসা!
অবশ্য বুঝবে কী করে তুমি তো রঙিন চশমায় পৃথিবী দেখো!