চারিদিকে  জারুল গন্ধবহ বাতাস
চাঁদের কিরণে আলোকিত তোমার জানালা
তার ফাঁক দিয়ে আবছায়া আলো তোমার কোমল গায়ে পড়ে শিহরিত হচ্ছে প্রতি মুহূর্তে
তবুও তুমি কী করে এখনো বদ্ধ ঘরে বিষণ্ণ মনে বসে আছো ?
বেরিয়ে এসো
বেরিয়ে এসো সখা
আজ যে কেবল আমাদের দু'জনের রাত!
এই রাতে চেনা জানা কোন নদীর ধারে মুখোমুখি বসবো, আমি আবদার শুনে
চাঁদের আলো কিনে এনে দেবো তোমার হাতের মুঠোয় পুরে
তুমি বুকভরে চাঁদের আলো দেখবে
তারপর আমার বুকের 'পর মাথা রেখে ঘুমিয়ে পড়বে একান্ত বিশ্বাসে!