সোনা রূপা নাইগো আমার
নাই যে দেনমোহর
কেমনে তোমার বাড়ি যাইমো
সাইঝায় আমি বর গো সাইঝায় আমি বর!!
শূন্য ঘরে শূন্য লাগে
একলায় আমি রই
সারাদিনই তোমায় খুঁজি
তুমি কোথায় কই রে বন্ধু তুমি কোথায় কই!!
পত্রখানা পাইয়া তোমার
পাঠাইলাম ঘটক
শূন্য ভেবে শূন্য মোরে!!
দেখাইলো এক ছক রে বন্ধু দেখাইলো এক ছক
সোনা রূপা নাইগো আমার
নাই যে দেনমোহর
কেমন তোমার বাড়ি যাইমো
সাইঝায় আমি বর গো সাইঝায় আমি বর!!