যত দোষ ছিল সব আমার
আমি মাথা পেতে মেনে  নিলাম
যত ভুল ছিল সব আমার
আমি মাথা পেতে মেনে  নিলাম
কী দণ্ড দেবে আমায়?
কী শাস্তি দিতে চাও বলো ?
আমি সবকিছু নির্দ্বিধায় মাথা পেতে মেনে নেবো, তবুও তুমি ভালো থেকো!
- এমন সহজ স্বীকারোক্তিতে রোজ ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে যায় একদল যুবক, এক একজন প্রেমিক
অতঃপর আকাশের পানে অশ্রুভেজা চোখে তাকিয়ে থেকে অনর্গল কবিতার পাতা আওড়িয়ে যায় কোথাও  পায় না খুঁজে কী দোষ ছিল তার!...
ঠিক তখনই বিচারকের আসনে বসে থেকে কেউ একজন খুব ম্লান মুখে রায় ঘোষণা করে - দণ্ড দিলাম, দণ্ড দিলাম তোমায় ভালোবাসার কাঠগড়ায় দাঁড়িয়ে আছো যে, আজ থেকেই মাথা পেতে  মেনে নাও ভালোবাসা মানে মিথ্যে অভিনয়,মিথ্যে অভিনয়!