এইরকম একটা জায়গায় তোমার সাথে আমার সংসার হবে ; ছোট্ট একটা সংসার
ভোর হলে যেখানে পাখির ডাকে জেগে ওঠবো আমরা দুজনে, রান্না করবো কাঁচা মাটির চুলোয়
নতুন ধানের গন্ধে আমাদের ঘর ভরে যাবে অতিথি হয়ে আসবে এক ঝাঁক ধবধবে সাদা বক
তুমি কি পারবে তখন তাদের যথাযথ আতিথ্য দেখাতে?
ওরা যে আমার খুব আপন হয়ে তোমার কাছে অধিকার নিয়ে শুধু ভালোবাসা চাইতে আসবে, ওরা এলে তুমি শুধু ওদের একটু ভালোবাসা দিয়ো!
আর যখন বিকেল হবে তখন দুজনে পাহাড়ের চূড়ায় বসে মুক্ত বাতাস নেবো, মাঠ দেখবো, হাট দেখবো এমনকি পাখিদের আকাশের তিল হতে দেখবো!
আচ্ছা তুমি কি পারবে আমার সাথে এইরকম একটা ছোট্ট সংসার গড়তে? বলো না পারবে কি?