কিলোরোডের ডানদিকে কোন একটা ছাতিম গাছে আজ দুটো হলুদ পাখি বসেছিল, একেবারে হলুদ রঙের পাখি!
তাদের দেখে মনে হলো আজ তারা হয়তো  প্রথমবার  এখানে এসে দুজন দুজনার কাছে বসেছে শুধু আলোচনার কোন এক ফাঁকে 'ভালোবাসি' কথাটি বলবে বলে!
ওদের ভালোবাসার গল্প শোনার জন্যে আরো কয়েকটি পাখি যে হাজার খানেক মাইল পথ পাড়ি দিয়ে এসে অপেক্ষার প্রহর গুনছে তা আমি ঠিকই উপলব্ধি করতে পেরেছি !
কি অদ্ভুত দেখো -
পাখিদেরও প্রেম হলো
গাছের সঙ্গী ছিলো
শুধু নেই পথিকের যার দু'চোখের ভাষা শুধু ঐ হলুদ পাখির সঙ্গিণীর মতো কেউ বুঝতে পারে,  একান্ত বিশ্বাসে উজাড় করে  দিতে পারে হৃদয়ের ভালোবাসা