কেউ হয় দেশসেরা
কেউ হয় ছেড়াবেড়া
কেউ আবার ছন্নছাড়া
ডিজিটাল সেন্টারে নাই,
এ কেমন কর্ম রে ভাই
এক যুগেও জাতীয়করণ নাই।


মানবতার মা বলেছিলো
সব ডিজিটাল সন্তান,
তার কথা আজ বিফলে গেল
নাইরে তার স্থান।।
বের করে দেয় চোরগুলো
উদ্যোক্তারা কামে নাই।
এ কেমন কর্ম রে ভাই
এক যুগেও জাতীয়করণ নাই।


এটুআই স্বপ্ন দেখিয়েছিলো
উদ্যোক্তা হবে লাভবান,
জীবন যে আজ এলোমেলো
নাইরে কর্মসংস্থান।
বের করে দেয় পাঁজিগুলো
উদ্যোক্তারা নামে নাই।।
এ কেমন কর্ম রে ভাই
এক যুগেও জাতীয়করণ নাই।


১৭জুলাই২৩সোমবার
০১টা৩৮পিএম
কবিকুঞ্জ
২৫৫০