টুংগিপাড়ার সাহসী ছেলে নামটি
তার শেখ মুজিব,
স্বপ্নে যার সোনার বাংলা
চিরকাল স্নিগ্ধ সজিব।


ছাত্র অবস্থায় ছিল সে সকলের
প্রিয় বঙ্গবন্ধু,
জাতে ধর্মে বর্ণে নয়-
যেন ভালোবাসার সিন্ধু।


'৬৬এর ৬দফায় বুনল সে
পরম স্বাধীনতার বীজ,
বঞ্চিত বাঙালীর রক্ষাকবজ
মানবতার তাবিজ।


'৭০এ করল সে ঐতিহাসিক
সাধারণ নির্বাচন,
সকলের ভালোবাসায় পেল
সংখ্যাগরিষ্ঠ আসন।


তবুও তাকে হায়েনারা দেয়নি
দেশের শাসনভার,
কেড়ে নিয়েছে সব ক্ষমতা
হয়ে নির্লজ্জ স্বৈরাচার।


দিল সে স্বাধীনতার ডাক
৭ই মার্চের ভাষণ,
বজ্রকন্ঠে কাঁপিয়ে দিল
জানোয়ারদের  আসন।


পাষন্ডরা করল বন্দি খুড়ল
কবর পাকিস্তানে,
সবাই তার ভালোবাসায় পড়ল
ঝাঁপিয়ে রণাঙ্গনে।


২৬শে মার্চ গাইল সবাই
স্বাধীনতার রণসংগীত,
৯মাসের যুদ্ধে সম্ভ্রম গেল
৩০লক্ষ হল শহিদ।


তারই জন্য পেলাম স্বাধীনতা
লালসবুজ বাংলাদেশ,
তাইতো তাকে জানাই সালাম
শ্রদ্ধা জানাই অশেষ।


২৬/০৩/২০১৪ইং
১০:২৫পিএম