উঠতে বসতেই ধরো ভুল,
আমিই যেন আস্ত আবুল!


সিদ্ধান্তে নড়োনা একচুল,
আমি সবকিছু নষ্টের মূল।


অন্তর্জ্বালায় হলেও আকুল,
বড্ড বেদনায় কর ব্যাকুল।


একাকার জীবনের দুকুল,
ভেবেই পাইনা কোন কুল।


তুমি তখনই হওযে বেভুল,
তোমার সব করলে কবুল!


আসাপারি
১৬অক্টোবর২২রবিবার
০৮:১০পিএম২২৫৭তম
কবিকুঞ্জ,পারুলিয়া।