কি যে ব্যাথা বুকেরই ভেতর
বোঝাবো তা কি করে,
এক নজর না দেখলে রে বন্ধু
মনটা গুমরে মরে।।


মনে পড়ে চন্দ্রমুখের হাসি,
গালের টোল ভালোবাসি।।
মনটা হয় অভিবাসী রে বন্ধু
মনটা আনচান করে।


বুকে ঝরে স্বপ্নসুখের রাশি,
মধুর বোল ভালোবাসি।।
বুকটা হয় অভিলাষী রে বন্ধু
বুকটা ছটফট করে।


২২মে২০২৩সোমবার
১০টা৪৭এএম
কবিকুঞ্জ  
২৪৮৬