তুমি যদি বল আমায়
অর্বাচীন,
তবে আমি হয়ে যাই
মূল্যহীন।

তুমি যদি বল আমায়
লক্ষীসোনা,
তবে আমি হয়ে যাই
চাঁদের কনা।

৪ডিসেম্বর১৯বুধবার১১:২৯পিএম