কাছে থেকেও দেখতে পাইনি
তোমার স্নিগ্ধ স্বরূপ,
কাছে থেকেও লিখতে চাইনি
তুমি অনুপম অরূপ!

কাছে থেকেও শুনতে পাইনি
তুমি নির্লিপ্ত নির্ঝর,
কাছে থেকেও গুণতে চাইনি
তুমি ঝংকিত ঝর্ঝর।

কাছে থেকেও জানতে পাইনি
তুমি অম্লান অপরূপ,
কাছে থেকেও মানতে চাইনি
তুমি চন্দ্র চাঁদেরই রূপ।

পারুলিয়া
২৯মার্চ২২রবিবার
১১:০২পিএম২০৪৭আসাপারি