তুমি বাঁচালে আমি বাঁচি
তুমি মারলে আমি মরি,
তোমার দয়া পেতে প্রভূ
তাই তোমার চরণ ধরি।।

তোমার দয়া ছাড়া-
কোন সাধ্য নাই আমার,
জীবনের দুঃখগুলো দূর করার।।
তুমি যে অধিপতি এই ধরার
তোমার দয়া তাই কামনা করি।

তোমার দয়া ছাড়া -
কোন শক্তি নাই আমার,
জীবনের কষ্টগুলো দূর করার।।
তুমি যে বিশ্বপতি এ ধরার
তোমার দয়া তাই বাসনা করি।

পারুলিয়া  
২৫মার্চ২২শুক্রবার
০৮:২৩পিএম২০৫৪আসাপারি