ধর্মের নামে অধর্মটা
করছো তুমি চালু,
অশ্লীলতার হচ্ছে ঘটা
ভরছো দুটি তালু।

তুমিই পীর আউলিয়া
সত্য সাধু দরবেশ,
ধর্মটা আজ দেউলিয়া
হচ্ছে যে সবশেষ!

ঔদ্ধত আজ লালসা
ব্যবসাটাই বুভুক্ষ,
নামেই ধর্মের জলসা
মেলাটাইতো মুখ্য।