দ্রব্য মূল্যের চরম উর্ধ্বগতি
গরীব মানুষের হচ্ছে দুর্গতি,
ফিরছে না আমলাদের মতি
উন্নয়ন যাত্রায় পড়ছে যতি।

বাজারমূল্যের এ অসংগতি
অর্থনীতির হচ্ছে অধোগতি,
হচ্ছে না কামলাদের উন্নতি
মুটেমজুরের নিদারুণ ক্ষতি।

পারুলিয়া
৮মার্চ২২বুধবার
৮ঃ৫৮ঃ পিএম২০৩৬তম