ভেবেছিলাম তোকে
কতটাই আপন
পরম প্রিয়জন,
করলি তুই পলকে
দুঃখময় দাফন
হয়ে দুষ্ট দুর্জন!

২০১৩তম