সততাকে যখন করে গ্রাস
সিন্ডিকেট আর ষড়যন্ত্র,
স্বপ্নগুলোই তখন হয় হ্রাস
খাটেনা কোনই তন্ত্রমন্ত্র।

হাতীবান্ধা  
২৫মার্চ২২শুক্রবার
০৯ঃ২০এএম২০৫২আসাপারি