লঘুপাপে গুরুদণ্ড,
সমাজটা লণ্ডভণ্ড! 
পাপিষ্ঠরা পার পেয়ে যায়
হায় হায় 
বসত করি কোন জামানায়?


বেশ্যা বলে আমি সতি,
সতির হয় অধোগতি।।
এই রিপনের হয়না গতি
দু:খে পরাণ যায়।


লুচ্চা বলে আমি পতি,
সাধুর হয় অসংগতি।।
এই রিপনের হয়না মতি
কষ্টে জীবন যায়।


১২মার্চ২৪মঙ্গলবার
০৭টা৫৬পিএম
কবিকুঞ্জ
২৭৫৫