কেউ বলে বরেণ্য কবি
কেউ বলে বালকামা,
কেউ বলে দ্রোহের ছবি
স্বাতন্ত্রে খ্যতনামা।


কেউ বলে যে চুলকানি
ঘষে দাও মুখে ঝামা,
কেউ বলে অমৃতবাণী
দারুণ হযেছে মামা।


কেউ বলে তো ইতরামি
থামাও ওরে থামা,
কেউ বলে যে পাগলামি
শালা সা-রে-গা-মা।


কেউ বলে গীতিময় কবি
অসাধারণ অনুপমা,
কেউ বলে স্মৃতিময় সবই
আঁধারে অরুণিমা!


কবি বলে চালিয়ে যাও
যে যাই বলে বলুক,
জাতিকে জ্ঞানদীপ দাও
লেখাটা তাই চলুক।