যতটা পারো কর আঘাত
পাবেনা প্রতিঘাত,
যতবার দাও আমায় বাদ
করবনা প্রতিবাদ।

কারণ তোমায় ভালোবাসি,
জীবনের চেয়েও খুব বেশী!

আসাপারি
০৪জুলাই২২সোমবার
০৩:৪৩পিএম২১৫১তম