আমার সকল কাইড়া নিলি
বুকে দাগা দিয়া,
তুই বড় নিষ্ঠুর রে বন্ধু
তোর বড়ই কঠিন হিয়া।।

বিনা দোষে করলা দুষী,
হইলি রে মহাখুশি।।
কান্দি আমি দিবানিশি
কলঙ্কিনী হইয়া।

বিনা দোষে করলা দাসী,
হইলি রে সন্নাসী।।
বন্দি আমি অন্তর্নাশি
পাগলিনী হইয়া।
পারুলিয়া২৮ফেব্রুয়ারি২২সোমবার০৯:১২পিএম২০৩১তম