হেটে হেটে যাচ্ছে কালা
কুয়াশামাখা রাতে,
ভোরবেলা শুধু একেলা
কেউতো নেই সাথে।


চুপ চুপ সে দিয়েছে ডুব
রাঙ্গাদিদির ঘাটে,
ঠান্ডাটা খুব তাই নিশ্চুপ
যেতেই হবে মাঠে।


খোঁজে আগুন ২/৩গুন
শীতটা কনকনে,
গুন-গুন ঘোরে শতগুন
আনন্দ নাই মনে।


হাতপা অবস খাবেই রস
খেজুর গাছে ওঠে,
আফসোস কালার দোষ
হাড়ির পিছে ছোটে।


রসেরহাড়ি দেয় গড়াগড়ি
কালা পায়না খেতে,
বৃদ্ধ বাহারি পুরুষ ও নারী
ওঠে হাসিতে মেতে।