বন্ধু তোমার জন্মদিনে
কি দেব উপহার,
ভালোবাসা ছাড়া বল
কি আছে দেবার?
বল আর কি আছে দেবার?

দোয়া করি আশির্বাদ করি
মনে থাকুক সারাজীবন,
তোমার কীর্তির ইমারত গড়ি
আলোকিত হোক ভুবন।।
ইতিহাস ছাড়া বল
কি আছে দেবার?

প্রার্থনা করি শুভকামনা করি
মনে রাখুক আত্মীয়স্বজন,
তোমার সুকর্মের সৌধ গড়ি
আলোড়িত হোক সুজন।।
সম্মান ছাড়া বল
কি আছে দেবার?

পারুলিয়া
১৭মার্চ২২বৃহস্পতিবার
০৩:১৭পিএম২০৪৪আসাপারি