কি মায়া লাগাইলি রে বন্ধু
ভোলা যায় না,
তোকে ছাড়া এক মুহুর্ত
চলা যায় না।।

মনে পড়ে সারাক্ষণ
চটুল দুটো চোখ,
তোকে ছাড়া জ্বালাতন
করে অপলক।
তোকে ছাড়া বাড়ে ক্ষত
শুকোয় না।

মনে পড়ে প্রতিক্ষণ
মায়ায় ভরা মুখ,
তোকে ছাড়া পোড়ামন
পায় না যে সুখ।।
তোকে ছাড়া হয় আহত
সুখী হয়না।

লালমনিরহাট
১৫মার্চ২২মঙ্গলবার
০৫:০৩পিএম২০৪২আসাপারি