বাংলা মধুর মায়েরই ভাষা
বাংলাতে গাই গান,
বাংলায় পুরাই মনের আশা
বাংলায় জুড়াই প্রাণ।।

বাংলা আমার ভালোবাসা
বাংলা প্রেমসুধা,
বাংলায় কবিতা গল্প লিখে
মেটাই মনের ক্ষুধা।
বাংলা ভাষায় খুঁজে পাই
সোনা মায়ের টান।

বাংলা আমার স্বপ্ন আশা
বাংলা স্বপ্নসুধা,
বাংলায় ছড়া প্রবন্ধ লিখে
মেটাই প্রাণের ক্ষুধা।
বাংলা ভাষায় খুঁজে পাই
সোঁদা মাটির ঘ্রান।

হাতীবান্ধা২০ফেব্রুয়ারি২২বৃহস্পতিবার১১:১৩পিএম২০২০তম