মদ খেয়েই যে হয় শুধু দগ্ধ
করেনাকো মাতলামি,
মাগি পেয়েই সে হয়না মুগ্ধ
করেনা কভু নোংরামি!

সেজনইতো আসল প্রেমিক  
সেইতো প্রকৃত মানুষ,
সেই অতুলনীয় আধ্যাত্মিক
সেই উত্তম মহাপুরুষ।

পারুলিয়া২৮ফেব্রুয়ারি২২রবিবার০৯:৩৮এএম২০২৮তম