কেউ হয় হালচাষের গরু
কেউবা পরম মহাগুরু
কেউ আবার ছন্নছাড়া
রঙ্গের দুনিয়ায়-
মানব জনম পার হয়ে যায়
হাসি কান্নায়।।


সারাজনম খাটতে খাটতে
পায়না শেষে মজুরি,
রোষানলে ঘুরতে ঘুরতে
রয়না আর মাধুরি।
স্বাদের যৌবন ভাগ হয়ে যায়
দুঃখ বেদনায়।


সারাজীবন মরতে মরতে
করেনা আর হুজুরি,
প্রেমানলে পুড়তে পুড়তে
হয়রে স্বাদের তন্দুরি।
সাধের জীবন খাক হয়ে যায়
জ্বালা যন্ত্রনায়


আসাপারি১৬এপ্রিল২৪মঙ্গলবার১১টা৩৫এএম২৭৮৩কবিকুঞ্জ