চোর যে এক মহাআত্মা
শোনায় নীতিকথা,
ডাকাত যেন দেবদেবতা
শেখায় নৈতিকতা।


সুদখোর যে সাফল্যগাঁথা
শেখায় সার্থকতা,
স্বার্থপর যেন শান্তিদাতা
শেখায় উদারতা।


ঘুষখোর যে পরমআত্মা
শেখায় বদান্যতা,
কোথা বিবেক বল কোথা
কোথায় মানবতা?