মায়াবী তোমার মায়াজালে
হয়েছি আজ ঘায়েল,
তোমায় পেয়ে দাদরা তালে
বাজে প্রেমের পায়েল!

পারুলিয়া
৮মার্চ২২মঙ্গলবার
১২ঃ৪৫এএম২০৩৫তম