ছিড়া লুঙ্গিত গিট্টি মারি
গেচুংরে ভাই শ্বশুরবাড়ী
মোক দেখি কাও আওয়ে করেনা,
ও মোর মনের দুঃখ মনোত থাকিল
কাকোয় কিন্তুক কওয়ার পানুংনা।।


খুলিত দেখং কিবা আছে পড়ি
নিচপাকখান উনদাংকরি
চাংড়াখানোত আস্তে চড়ি
শ্বশুরের ঠ্যাং মনে করি
ধরসুং ঠাসি সালাম করি
ও ভাইওরে ও বুজানরে
সমন্ধি মোর উঠিল চিকরি
লজ্জ্বাতে মুই আর বাড়ীত ঢোকংনা!
ও মোর মনের দুঃখ মনোত থাকিল
কাওয়ে কিন্তুক শুনির পাইনেননা।


আগিনাত দেখং একনা চেংরি,
নাল নীল শাড়ি পড়ি
সইনধা বেলা বেড়ায় ঘুরি
নিজের মাইনসিক মনে করি
চুমা খাচুং জাবরে ধরি
ও ভাইওরে ও বুজানরে
শ্বাশুড়ী মোর উঠিল চিকরি
লজ্জ্বাতে মুই আর ঘরোত ঢোকংনা!
ও মোর মনের দুঃখ মনোত থাকিল
কাওয়ে কিন্তুক বুঝির পাইনেননা।
২৮/মে/২০২০/০৫/০০/পিএম
১৪/জৈষ্ঠ/১৪২৭/বৃহস্পতিবার
(ছিড়া- ছেড়া, গিট্টি মারি- গিঁট বাঁধা, গেচুং- গিয়েছি, মোক- আমাকে, আও - কথা, কাও- কেহ, কাকো- কাহাকেও, কিন্তুক- কিন্তু, কওয়া-বলা, পানুংনা- পেলামনা, খুলি-উঠান, দেখং- দেখি, কিবা- কি যেন, নিচপাকখান- শরীরের নিচের দিক, উনদাং- উলঙ্গ, চাংড়া - বাশের বিছানা, ঠ্যাং- পা, ধরসুং- ধরা, ঠাসি- ঠেসে, সমন্ধি- স্ত্রীর বড় ভাই, মোর- আমার, উঠিল- উঠল, চিকরি- চিৎকার দিয়ে, ঢোকংনা- ঢোকা যায়না, পাইনেননা- পেলেননা, আগিনা- আঙ্গিনা, একনা- একটা, চেংরি- মেয়ে, সইন্ধা- সাঁঝ, মাইনসিক- মানুষ, খাচুং- খাওয়া, জাবরে-জড়িয়ে, ধরি-ধরে)
,