আল্লাহ আমার মসজিদে
পরম শান্তি পাই,
অন্য কোথাও রিক্ত হৃদে
এমন শান্তি নাই।।

ওজু করে পাই প্রাণে শান্তি
মুছে যায় সকল শ্রান্তি।।
মুখমন্ডলে বারে কান্তি
এমন আরাম নাই।

নামাজ পড়ে পাই মনে শান্তি,
ঘুচে যায় সকল ভ্রান্তি।।
অশ্রুজলে বারে দান্তি
এমন আয়েশ নাই।


অগ্নিঝরা ৪শনিবার১১:৩৮পিএম২০৩২তম