সইতে পারিনা নারীদের কান্না,
স্বপ্ন শুধু ভালো থাকুক নারী,
দিইনা শুধুই হিরা চুনি ও পান্না
কলিজাটা কেটে দিতে পারি।

লুচ্চামি করিনা নষ্টামি করিনা
কিছুতেই করিনা নোংরামি,
নারীর দুঃখ যে সইতে পারিনা
করিনা তাই কোন ভণ্ডামি।

আমার নেই কোন আদিখ্যেতা
আমিই নারীর খেদমত করি,
আমি সর্বদাই নারীবান্ধব নেতা
নারীদের সান্নিধ্যে স্বর্গ গড়ি।

২০ফেব্রুয়ারি২২বৃহস্পতিবার১১:৩২এএম২০২০তম