নেই চক পেন্সিল ও স্লেট,
নেই গুড়গুড়ি চকোলেট।
নেই কালি দোয়াত কলম,
নেই কঞ্চি জাম্বাক মলম।
নেই কাগজ নিউজ প্রিন্ট,
নেই কার্বনকপিতে প্রিন্ট।
নেই পুতুলনাচ বড় মেলা,
নেই সার্কাস দেশী খেলা।
নেই ম্যাজিক যাত্রাপালা,
নেই ঝুমুর কাশেম মালা।
নেই সলতে নেইযে কুপি,
নেই কোন ভীতি বহুরূপি।
নেই কুপি নেই হ্যারিকেন,
নেই কুপা নেই জারিকেন,
নেই হুক্কা চাউলের ঢেকি,
নেই তালপাখা সব মেকি।
নেই নেই কত কিছুই নেই,
তুষ্ট তাই সবাই নতুনত্বেই!


০২জুন২৩বুধবার
০১টা১৬এএম
কবিকুঞ্জ
২৫১০