ছোট নেতা
         বড় নেতা
কে কোথায় খাটে,
হাতী নেতা
       পাতি নেতা
কার পা কে চাটে!

মাছে নেতা
       গাছে নেতা
নেতা মাঠে ঘাটে,
আছে নেতা
       পাছে নেতা
নেতা হাটে হাটে!

তেলি নেতা
       মালি নেতা
নেতা ঠাটে বাটে!
নামি নেতা
       দামি নেতা
নেতাই মন্ত্র পাঠে!

পারুলিয়া
১৫জুন২২বুধবার
১২:১৪এএম২১৩২আসাপারি