বাঁকা পথে চল তুমি
সোজা পথে চলনা,
কেন এমন কর তুমি
নিঠুর ছলনা।।


যদি বলি ডানে চল,
কর তুমি এলোমেলো।।
অবান্তর প্রশ্ন তোল
খুলে বলনা।


যদি বলি বামে চল,
হও তুমি অগোছালো।।
অযথাই রাগে ফোল
মুখে বলনা।


০৯অক্টোবর২৩
০৫টা৫৯পিএম
কবিকুঞ্জ
২৬১০