নুরে নুরে খেলছে খেলা
খেলা শেষে হয় একেলা
খেলা দেখতে যায় যে বেলা
খেলার ভেদ বুঝলাম না,
গুরু আমার মতো অধম আছে
কয়জনা?

লোকে বলে প্রেমের খেলা,
বোঝা যায় না ছলাকলা।।
অধম রিপন প্রেমপাগলা
প্রেমের মর্ম বুঝলনা।
গুরু আমার মতো অধম আছে
কয়জনা?

লোকে বলে প্রেমের মেলা,
জানা যায় না ষোলোকলা।।
অধম রিপন আত্মভোলা
প্রেমের মর্ম জানলনা।
গুরু আমার মতো অধম আছে
কয়জনা?

৭ফেব্রুয়ারি২২সোমবার০৯:৫৬পিএম২০০৮তম