পাথর মেরেই হত্যা
এ কোন পশুসত্তা?
মসজিদে পাপাত্মা
হায়েনার প্রেতাত্মা!
কেন এই নির্মমতা
নিত্য সোনারদেশে,
কেন এই নৃশংসতা
নেতার ছদ্মবেশে?
কেন এই সহিংসতা
শান্তিপূর্ণ পরিবেশে,
কেন এই পাষণ্ডতা
পৈশাচিক উল্লাসে!
বন্ধ কর পাষবিকতা
প্রেম প্রীতির পরশে,
মুক্ত কর মানবিকতা
মনুষ্যত্বের মহাকর্ষে।
এক হও আমজনতা
আদৃত হও বীরবেশে,
শুদ্ধ হোক স্বাধীনতা
সৌহার্দ্যে সব শেষে!
১১জুলাই২৫শুক্রবার৯টা৩০পি৩১৭৫গোহাইলবাড়ি