নির্বাসিত শব্দের ঝড়ে কবরের
অন্ধকার, আতশবাজী বিরহ
ক্লান্ত পাথর।

শরীর স্পর্শ করে নিপীড়িত
হাত মালা পড়ে
অন্যজন।

অত:পর
বিক্ষুব্ধ প্রেমিকের রক্তে-
প্রতিদিন ফোটে লাল
গোলাপ।

০৪/১২/১৯৯৭ইং
০৬/৪৫/এএম