মেহেদি রাঙ্গা হাতে ফেনিল
রক্তেভেজা গোলাপ,
কান্না থামেনি
নিপিড়িত মানুষের।

কার্তিকের কুত্তারা খোঁজে
উলংগ দেহ!

অত:পর
আমার ভালোবাসা ক্রুসবিদ্ধ
হয় সভ্যতার অসভ্য
সোপানে।

০৫/১২/১৯৯৭ইং