গোলাপ দেখেই ইচ্ছে করে-
শুঁকতে আর
ছুঁতে,
তোমার রজনীগন্ধা দেহটাকে
আপন করে
পেতে।

২৯/০৮/২০০১ইং
কাব্যকনা-৪