তোমার বিরহে ধানের ক্ষেতে
বাতাস করেনা
খেলা,
তোমার বিরহে সরিষা মাঠে
লাগেনা হলুদের
মেলা।

তোমার বিরহে কৃষ্ণচুড়ায়
ধরেনা এখন
আগুন,
তোমার বিরহে হৃদয় মুকুলে
করেনা অলি
গুনগুন।

রেবাবতী-৪৪
১৪/১১/২০০২ইং