তোমার ভালবাসা পাব বলে
হারিয়েছি আমি
দিক্,
তোমার ভালবাসা পাব বলে
আমি নি:স্ব
নাবিক।

তোমার ভালবাসা পাব বলে
আমি শ্রান্ত-
শ্রমিক,
তোমার ভালবাসা পাব বলে
আমিযে বিশ্ব-
প্রেমিক।

রেবাবতী-৬১
১৬/১১/২০০৯ইং