আমার আমিকে চিনেছি কবে খুঁজে
ফিরে দ্বারে
দ্বারে,
কার লাগিয়া কাঁদে মন-প্রান
কোথা পাব
তারে।

যতদিন আমার আশার প্রদীপে
জ্বালাবেনা ঈমানের
আলো,
ততদিন তুমি প্রিয়তম প্রভূ
বাসিবে আমারে
ভাল।

২৬/১১/২০০১ইং